নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় ১৯৭২ সালের এ দিনে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।
প্রতিষ্ঠার পর থেকে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে তাদের দাবি ও অধিকার আদায়ে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে সংগঠনটি। দিনটি উপলক্ষ্যে করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বীর মুক্তিযোদ্ধারা বেলা ১২টায় ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।
এছাড়া বাদ জোহর মসজিদে মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের সব শহিদের জন্য দোয়া করা হবে।