,

আজ মহান বিজয় দিবস

বিডিনিউজ ১০ ডটকম: আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। পরাধীনতার শৃঙ্খলমুক্তির এই দিনটি বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত দিন।
বিজয়ের ৪৯তম বছর পেরিয়ে ৫০তম বিজয় দিবস উদযাপন করছে বাংলাদেশ।

বিজয় উদযাপনে লাল সবুজে আলোকিত রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থাপনা।  সড়ক, গুরুত্বপূর্ণ ভবন ও প্রতিষ্ঠান সবই সেজেছে এ রঙে। রাস্তার বিভিন্ন জায়গায়ও শোভা পাচ্ছে লাল-সবুজ। সব মিলিয়ে বিজয়ের আলোয় রাঙা দেশ। কৃতজ্ঞ জাতি গভীর বেদনা ও পরম শ্রদ্ধায় স্মরণ করবে বীর সন্তানদের।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। করোনার কারণে কঠোর স্বাস্থবিধি মেনে পালন করা হবে আনুষ্ঠানিকতা। সেইসাথে মহামারির কারণে অনুষ্ঠিত হচ্ছে না তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও পরের বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী থাকায় এবার বিজয় দিবস ভিন্নমাত্রা যোগ করেছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর