,

আজ থেকে বৃষ্টি বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে আজ শনিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে এবং আগামী মঙ্গলবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে।

গতকাল শুক্রবার আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশের সব বিভাগেই আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, ‘আজ (গতকাল) বৃষ্টি কিছুটা কম ছিল।

আগামীকাল (আজ) আবার বাড়বে। বৃষ্টি বেড়ে মঙ্গলবার পর্যন্ত একই রকম থাকবে। এর পর থেকে সারা দেশেই বৃষ্টিপাত কমে আসতে পারে।’গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে ৩০টিতে বৃষ্টির খবর মিলেছে।

সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়, ১০৪ মিলিমিটার। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৫৭ ও রংপুরে ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

 

এই বিভাগের আরও খবর