,

আজ ও কাল কিছু ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক: আজ শুধু পোশাকশিল্প কারখানা এলাকায় এবং আগামীকাল সারা দেশে সীমিত পরিসরে সব ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। এগুলোতে সীমিত সংখ্যক জনবল দিয়ে লেনদেন সম্পন্ন হবে। ঈদের ছুটিতে ব্যাংকগুলোকে নিরবচ্ছিন্ন এটিএম ও অনলাইন ব্যাংকিং সেবা নিশ্চিত করার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষ্যে ব্যবসা বাণিজ্যে লেনদেন বেশি হওয়ায় ব্যাংক ব্যবস্থায় নগদ টাকা তোলা ও জমা দেওয়ার চাপ বেড়েছে। এ কারণে আগামী ৩০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সীমিত সংখ্যক শাখায় লেনদেন চলবে। ওই সময়ে কোন কোন শাখা খোলা থাকবে সে ব্যাপারে ব্যাংকগুলো গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। পোশাকশিল্প শ্রমিকদের বেতন-ভাতা প্রদানের সুবিধার্থে ওইসব এলাকায় সকাল আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।

এ দুদিন সাধারণ গ্রাহকরাও ব্যাংকে স্বাভাবিক লেনদেন করতে পারবেন। লেনদেনের সুবিধার্থে দুদিনই কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারিং হাউজসহ সংশ্লিষ্ট বিভাগ খোলা থাকবে।

ইন্টারনেট ব্যাংকিং যতবার খুশি টাকা স্থানান্তর : ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা এখন থেকে যতবার খুশি ততবার টাকা স্থানান্তর করতে পারবেন। আগে দিনে সর্বোচ্চ তিনটি লেনদেন করতে পারতেন। এখন যে কোনো সংখ্যক লেনদেন করা যাবে। তবে টাকার অংক আগের মতোই থাকবে। একই ব্যাংকের এক হিসাব থেকে অন্য হিসাবে টাকা স্তানান্তরের সর্বোচ্চ সীমা ব্যাংক তার নিজ বিবেচনায় নির্ধারণ করবে। তবে অন্য ব্যাংকের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এই বিভাগের আরও খবর