,

আগামী মাসে দুবাই ও কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিডিনিউজ ১০ ডেস্কচলতি বছরের নভেম্বর মাসে দুবাই ও কলকাতায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুবাইতে এয়ার শো এবং কলকাতায় বাংলাদেশ-ভারত টেস্ট খেলা দেখার আমন্ত্রণ পেয়ে সম্মতি দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এ দুটো সফরের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুতি নিচ্ছে।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাখতুমের আমন্ত্রণে দুবাই এয়ার শো দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দ্বিবার্ষিক এয়ার শো আগামী ১৭ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে। এ সফরে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ নভেম্বর দুবাই যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে তার দেশে ফেরার কথা ১৯ নভেম্বর।

অন্যদিকে, আগামী ২২ নভেম্বর ভারতের কলকাতায় ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচটি উপভোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এতে কলকাতায় যেতে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কূটনৈতিক সূত্র জানায়, ওইদিন সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বসে টেস্ট ম্যাচটি উপভোগ করবেন শেখ হাসিনা।

উল্লেখ্য, ভারতের মাটিতে বাংলাদেশের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এর প্রথমটি শুরু হবে ১৪ নভেম্বর ইন্দোরে।

এই বিভাগের আরও খবর