,

আইজি পদক পেলেন কাশিয়ানীর ওসি আজিজুর রহমান

ওসি মো. আজিজুর রহমান

বিডিনিউজ ১০ ডটকম: আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখা এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান আইজি ব্যাজ পদক-২০২০ পেয়েছেন।

গত ৭ জানুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে তাকে এ পদক পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

জানা গেছে, গত ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারী মোঃ আজিজুর রহমান কাশিয়ানী থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করে সফল হয়েছেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অসংখ্য মাদক কারবারি ও সেবনকারীদের তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করার উদ্যোগ নিয়েও সফল হয়েছেন। কাশিয়ানী থানায় একের পর এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এতে কাশিয়ানী উপজেলাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। এরই স্বীকৃতি হিসেবেই তিনি পেলেন আইজি পদক।

এই বিভাগের আরও খবর