,

অস্ত্র বিরতির প্রতিবাদে পদত্যাগ করলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, বিডিনিউজ ১০ ডটকম: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে অস্ত্র বিরতি চুক্তির প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগেদর লিবারম্যান। গতকাল মঙ্গলবার মিসরের মধ্যস্ততায় হামাসের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পদত্যাগ করার পর প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যান বলেন, ‘অনেক মতবিরোধ থাকা সত্ত্বেও বর্তমান সরকারের একজন বিশ্বস্ত সদস্য হিসেবে থাকতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমার এ চেষ্টা ব্যর্থ হলো।’

গত ১১ নভেম্বর ইসরায়েল অবরুদ্ধ গাজা সীমান্তে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সহিংসতায় আটজন নিহত হয়েছেন। এ হামলায় হামাসের শীর্ষ স্থানীয় এ কমান্ডারসহ বেশ সংগঠনটির বেশ কিছু নেতা নিহত হয়।

এই বিভাগের আরও খবর