আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় কয়েক মাস ধরে দাবানলে অন্তত ২ হাজার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দেশটির কর্মকর্তারা সম্প্রতি এই তথ্য জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে আসায় দাবানলের ভয়াবহতাও হ্রাস পেয়েছে। তবে শুক্রবার থেকে দাবানল পরিস্থিতি আবারও ভয়াবহ হবে। এজন্য প্রস্তুতি নিচ্ছে দেশের ফায়ার সার্ভিস কর্মীরা। অবশ্য এরই মধ্যে দেশটির ২ হাজার বাড়ি পুড়ে গেছে।
মঙ্গলবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালশ অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ১ হাজার ৫৮৮টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৫৩টি বাড়ি। অন্যদিকে পার্শ্ববর্তী অঙ্গরাজ্য ভিক্টোরিয়ায় ২০০ বাড়ি পুড়েছে।
সেপ্টেম্বরে শুরু হওয়া ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ায় ২৫ জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
ইউনিভার্সিটি অব সিডনির পরিবেশবিদরা বলছেন, দাবানলে অন্তত ৪৮ কোটি প্রাণীর মৃত্যু হয়ে থাকতে পারে। এর মধ্যে কোয়ালার সংখ্যা হবে অন্তত ৮ হাজার। অবশ্য দাবানল শেষ না হওয়ার আগ পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাবে না বলেও উল্লেখ করেছে তারা।
এরই মধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপদগ্রস্ত প্রাণীদের ছবি ছড়িয়ে পড়েছে। ওইসব ছবিতে দেখা যায়, আগুনের বৃত্তে পড়ে ভয়ে চুপসে গেছে তারা। মানুষের দেখা পেলেই কাছে গিয়ে ভিড়ছে সাহায্যের জন্য। সবমিলিয়ে চরম সংকটে পড়া প্রাণীদের এই আচরণ মানুষকেও কাঁদাচ্ছে।