,

অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

গাজীপুর প্রতিনিধি: ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল সন্ধ্যা ৭টা থেকে এসএমএস ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এসএমএসের মাধ্যমে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU<space>H3<space>Exam Roll লিখে ১৬২২২  নম্বরে সেন্ড করলে পাওয়া যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকেও ফল জানা যাবে।

উল্লেখ্য, বিএসসি অনার্স কোর্সের বিভিন্ন বিষয়ের যেসব শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা কোভিড-১৯ এর কারণে গ্রহণ করা সম্ভব হয়নি, তাদের ফলাফল স্থগিত করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষা শিগগিরই গ্রহণের পর এসব শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর