গাইবান্ধা প্রতিনিধি: পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা শীতকালীন অতিথি পাখি শিকারের দায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নুরুন্নবী (৫০) নামে এক বৃদ্ধকে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত নুরুন্নবী উপজেলার দামগাছা গ্রামের জসিম উদ্দিন শেখের ছেলে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ এলাকায় জাল দিয়ে অতিথি পাখি শিকারের সময় হাতেনাতে তাকে আটক করা হয়।
শিকারকৃত অতিথি পাখিসহ পরবর্তীকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) নাজির হোসেন তাকে সাত দিনের কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি শিকারকৃত অতিথি পাখিগুলোকে অবমুক্ত করা হয়।