,

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলায় পুলিশের অভিযানে বিএনপি ও জামায়াতের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদরসহ উপজেলার বেলকুচি, কাজিপুর, এনায়েতপুর, চৌহালী, রায়গঞ্জ ও তাড়াশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ সদরসহ ৭ উপজেলায় গত ২৪ ঘণ্টায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ১৪ জনের মধ্যে ১০ জনই বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী।

বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানী ঢাকার মিরপুর থেকে পৃথক অভিযানে সিরাজগঞ্জের আরও ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে সিরাজগঞ্জ থেকে ঢাকার অভিমুখে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সংলগ্ন গোলচত্বর এলাকায় দূরপাল্লার বাসে পুলিশের ব্যাপক তল্লাশি চলছে। জেলার প্রতিটি উপজেলায় চিরুনি তল্লাশি চলছে। ন্যক্কারজনকভাবে গ্রেপ্তার ও নির্যাতন করছে পুলিশ।

সাইদুর রহমান বলেন, পুলিশি জুলুম-নির্যাতন ও গ্রেপ্তার করে ঢাকার মহাসমাবেশ ঠেকানো যাবে না।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘মাদক উদ্ধারে সেতুর পশ্চিম পাড়ে প্রতিদিনই রুটিন অভিযান চলে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে পরোয়ানাভুক্ত ১৪ জনকে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর