স্টাফ রিপোর্টার: সাভারে সড়কে গাছ ফেলে মাছবোঝাই ট্রাকে ডাকাতির খবর পাওয়া গেছে। ট্রাকচালক ও মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, ডাকাতরা তাঁদের টাকা-পয়সা লুট করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়। গত মঙ্গলবার মধ্যরাতে সাভারের সিঅ্যান্ডবি-আশুলিয়া সড়কের অরুণাপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।
মাছ ব্যবসায়ী মো. তোফাজ্জল হোসেন জানান, রাজশাহীর বাগমারা থেকে ট্রাকে করে মাছ নিয়ে রাজধানীর মিরপুর যাওয়ার পথে সাভারের সিঅ্যান্ডবি সড়কের অরুণাপল্লী এলাকায় সড়কে গাছ পড়ে থাকতে দেখেন তাঁরা। এ সময় ট্রাক থামালে একদল ডাকাত তাতে হানা দিয়ে চালক ও ব্যবসায়ীদের মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
এদিকে ডাকাতির সময় একটি ট্রাক সড়কের পাশে পড়ে গেলে সাভার থানা পুলিশ রেকার দিয়ে সেটি তুলে আনে। পরে ডাকাতির শিকার ট্রাকগুলো দ্রুত রাজধানীর মিরপুরের দিকে পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি আব্দুল আউয়াল জানান, ডাকাতির সময় পুলিশের টহল টিম সেখানে পৌঁছলে ডাকাতরা পালিয়ে যায়। এ বিষয়ে ট্রাকের মালিক বা মাছ ব্যবসায়ী কেউ থানায় অভিযোগ জানায়নি।