,

সাভারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

ফাইল ফটো

সাভার প্রতিনিধি: সাভারে সংঘবদ্ধভাবে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো কালিয়াকৈর গ্রামের বিল্লাল হোসেন (৩০), আলামিন (৩২), রাফিজ (২৫) ও হানিফ (২৪)।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, কালিয়াকৈর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন শুক্রবার রাতে গৃহবধূকে গার্মেন্টে চাকরি দেওয়ার কথা বলে আলামিন নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে যায়। সেখানেই কয়েকজন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করে। গতকাল সকালে ভুক্তভোগী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে।

এই বিভাগের আরও খবর