জেলা প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে সম্পত্তির লোভে আঙ্গুরা খাতুন (৭১) নামে এক বৃদ্ধাকে নির্যাতনের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী।
বাড়িতে ঠাঁই না পেয়ে কয়েকদিন প্রতিবেশীদের বাড়িতে ছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। আঙ্গুরা খাতুন হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার মৃত জিতু মিয়ার স্ত্রী।
তিনি বলেন, ‘স্থানীয় মুরুব্বিদের বিষয়টি জানানো হলেও তারা কোনো সমাধান দিতে পারেননি। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
কান্নাজড়িত কণ্ঠে আঙ্গুরা বলেন, ‘বাড়ি থেকে বের করে দেওয়ার পর থেকে ভিক্ষাবৃত্তি করে চলছিলাম, থাকতাম প্রতিবেশীদের ঘরে। গত কয়েকদিন শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মারাত্মক অসুস্থ হয়ে পড়ি। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘ওই বৃদ্ধার অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
হবিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুর রহমান সিতু বলেন, ‘বিষয়টি সমাধানে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়টি জানা নেই। তার ছেলের সঙ্গে কথা বলব।’
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার বলেন, ‘আঙ্গুরা খাতুন নামের ওই নারী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে প্রয়োজনীয় ওষুধ ও খাবার দেওয়া হচ্ছে। ডাক্তাররা তার খোঁজখবর রাখছেন।’