,

লোডশেডিং আরও ২ সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক: চলমান লোডশেডিং পরিস্থিতি আরও দুই সপ্তাহ বজায় থাকতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, এটা সাময়িক সময়ের জন্য। এ নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই। আমরা চেষ্টা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে এ পরিস্থিতি থেকে একটা ভালো জায়গায় পৌঁছানোর।

তিনি বলেন, আমরা দুই মাস আগে থেকে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেছি। সার্বিকভাবে অনেক কিছুই দেখতে হয় আমাদের। অর্থনৈতিক বিষয় আছে। তেল ও গ্যাসের যোগানের বিষয়ও আছে।

তাপমাত্রা বেড়ে গেছে বিধায় বিদ্যুতের চাহিদাও বেড়ে গেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ কেন্দ্রে যে পরিমাণ মজুত ছিল সেটা দিয়েও আমরা নিরবচ্ছিন্ন সেবা দিতে প্রস্তুত ছিলাম। এই মুহূর্তে আমরা শিডিউল লোডশেডিংয়ে যাচ্ছি না। তবে কিছু কিছু এলাকায় লোডশেডিং হবে।

কয়লা ও গ্যাসের পর্যাপ্ত যোগান দেয়া যাচ্ছে না বলে এ সমস্যা তৈরি হচ্ছে বলে জানান তিনি।

প্রায় আড়াই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আশা করছি এ মাত্রা অনেক কমিয়ে আনতে সক্ষম হব। সবকিছু মোটামুটি গুছিয়ে ফেলছি। খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi