,

রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি অস্ত্রসহ আটক ১

জেলা প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মো.হারুন (২৮) নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। গতকাল রবিবার (১৪আগস্ট) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই রোহিঙ্গা একই ক্যাম্পের ব্লক-সি,শেড-৮০২/৫ বাসিন্দা ফজল আহম্মদের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।এসময় গ্রেফতারকৃত রোহিঙ্গার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মামলা রয়েছে।উদ্ধারকৃত পিস্তলসহ গ্রেফতার রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi