,

রাতের আধাঁরে চুরি, খুয়া গেল কাগজপত্র

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতের আঁধারে মিজানুর মোল্যা নামে এক ব্যবসায়ীর বসত বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

এতে ওই ব্যবসায়ীর প্রায় ২ লাখ টাকার মালামাল ও জমাজমির কাগজপত্র খুয়া গেছে। গত ২০ ডিসেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলা বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ব্যবসায়ী মিজানুর মোল্যা বাদী হয়ে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, গত ২০ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার সাধুহাটি গ্রামের মিজানুর মোল্যার বাড়িতে বসতঘরের দরজা ভেঙে একদল চোর ঢুকে নগদ টাকা, মালামাল ও জমির কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এতে ব্যবসায়ী মিজানুর মোল্যার প্রায় ২ লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে জমাজমি নিয়ে প্রতিবেশিদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন ভূক্তভোগী ওই ব্যবসায়ী।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল আকতার বলেন, ‘অভিযোগ পেয়েছি, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর