,

মায়ের ইচ্ছায় ৭৫ বছর বয়সে ধুমধাম করে বিয়ে

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: মায়ের ইচ্ছা পূরণে ৭৫ বছর বয়সে মহা ধুমধামে নিজ স্ত্রীকে আবারো বিয়ে করেছেন এক বৃদ্ধ।

গতকাল রবিবার (১৭ জুলাই) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

বিয়ের পিঁড়িতে বসা বৃদ্ধ নুরুল ইসলাম জানান, তার মা জীবিত থাকাকালে ছেলেকে ঢাকঢোল পিটিয়ে, সানাই বাজিয়ে বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তা আর সম্ভব হয়নি। তাই মায়ের মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী দীর্ঘ ৫০ বছর সংসার করার পর আবারো দুমধাম করে নিজ স্ত্রীকে বিয়ে করেছেন তিনি।

বিয়েতে বৃদ্ধ নুরুল ইসলামের ছেলে-মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজনসহ পাড়া প্রতিবেশিরা অংশ নেন। তিনি সবাইকে সাথে নিয়ে বর সেজে মশিয়াদাড়ী গ্রামের মৃত্যু মোবারক জোয়ার্দার এর কন্যা মোছাঃ সালেহা খাতুনকে (৬৯) আবারো বিয়ে করতে আসেন।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi