জেলা প্রতিনিধি, মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে গোসলে নেমে ইয়ামিন শেখ (১২) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
ইয়ামিন শেখ ফরিদপুর জেলার মধুখালী সদর উপজেলার রাজ্জাক শেখের ছেলে। তিনদিন আগে সে দাতিয়াদাহ গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে।
পুলিশ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসলে নেমে তলিয়ে যায় ইয়ামিন। স্থানীয় লোকজনের সহায়তায় নদীতে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, ‘সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও ইয়ামিনের খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা শুক্রবার পুনরায় কাজ শুরু করবেন।’