,

‘ভাসমান বেডে উৎপাদিত সবজি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে’

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: নিন্ম জলাভূমি বেষ্টিত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলাসহ এর আশপাশের উপজেলায় ভাসমান বেডে উৎপাদিত সবজি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে’ বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া।
শনিবার (২৮ জানুয়ারি) তিনি কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় তৈরী ভাসমান বেডে সবজি চাষ প্রকল্প পরিদর্শনে এসে এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কোটালীপাড়া উপজেলায় প্রাথমিক অবস্থায় ২৫হাত লম্বা ও ৩হাত চওড়া ২শত কচুরিপানার ভাসমান বেড তৈরী করেছি। এ উপজেলায় আরো ভাসমান বেড তৈরী করা হবে।
এ সময়  ‘ভাসমান বেডে সবজি ও মসলা চাষ’ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাসসহ কৃষক- কৃষাণীরা উপস্থিত ছিলেন।
ভাসমান বেডে সবজি ও মসলা চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, যেখানে পানি আছে ও কচুরিপানায় ভরপুর, ধান লাগানো সম্ভব নয় সেখানে আমরা ভাসমান বেডে সবজি  চাষ করছি। ইতোমধ্যে আমরা ২শত বেডে লাউ, কুমড়া, কচু, ঢেঁড়শ, লাল শাকসহ বিভিন্ন ধরণের সবজির চাষ করেছি। আমাদের এই প্রকল্পের মাধ্যমে আরো বেড তৈরী করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, আমরা এই ভাসমান বেডে সবজি চাষের জন্য এলাকার দরিদ্র ভূমিহীনদের কাজে লাগাবো। এরা এই ভাসমান বেডে সবজি চাষ করে সাবলম্ভী হবে বলে আমরা বিশ্বাস করি।

এই বিভাগের আরও খবর