,

বর্ণাঢ্য আয়োজনে ‘কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের’ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে সংগঠনের নিজ কার্যালয় কেক কর্তন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মিলটন হোসেন খানের সভাপতিত্বেউপস্থিত ছিলেন কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির আহবায়ক সাঈদুর রহমান মিটু, প্রেসক্লাবের সদস্য বিপ্লব হোসেন, দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম টিটন, সাংবাদিক পরশ উজির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম পিকুলসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাংবাদিকরা তাদের বলিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উপজেলার প্রত্যন্ত এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার ইতিবাচক দিকগুলো বেশি বেশি করে তুলে ধরবেন। তাহলে সংগঠনটি গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের প্লাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। সাংবাদিক ও জনগণের মাঝে শান্তি-সম্প্রীতি এবং উন্নয়নের চিন্তা-চেতনার প্রেরণা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর