,

বঙ্গোপসাগরে নিম্নচাপ, নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাগেরহাটের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি শুরু হয়েছে। ভৈরব, দড়াটানা, পানগুছি, পশুর এবং বলেশ্বরসহ বিভিন্ন নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে।

অতিরিক্ত জোয়ারের পানিতে বুধবার (১০আগস্ট) সকাল থেকে বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গুড়িগুড়ি বৃষ্টি আর দমকা হাওয়ায় সাগর উত্তাল রয়েছে।

মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত চলছে। গত ২৪ ঘণ্টায় মোংলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ২০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

এদিকে সুন্দরবনের মধ্য দিয়ে আড়াই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হওয়ায় প্রায় অর্ধশতাধিক ট্রলারে পাঁচশতাধিক জেলে সুন্দরবনের দুবলারচর, আলোরকোল এবং বেদাখালী খালে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে বলে বন বিভাগ জানিয়েছে।

মোংলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমরেশ চন্দ্র ঢালী জানান, সাগরে সৃষ্ট লঘুচাপ স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন ভারত উপকূলের ছত্রিশগরে অবস্থান করছে। আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট উচ্চতায় জলোচ্ছাস হতে পারে। স্থল নিম্মচাপটি বৃষ্টি ঝড়িয়ে ধীরে ধীরে তা দুর্বল হয়ে যাবে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় দুই দিন ধরে পাঁচশতাধিক জেলে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এসব জেলে তাদের ট্রলার নিয়ে নিরাপদ স্থানে রয়েছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লা জানান, স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi