,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্কুল শিক্ষক

বিডিনিউজ ১০ ডেস্কগত ১ মে ইং তারিখে বার্তা ২৪ অনলাইন নিউজ পোর্টালে ‘ফরিদপুরে বালু ব্যবসা নিয়ে বেপরোয়া স্কুল শিক্ষক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উজান মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।

তিনি বলেন, আমাদের বাড়ীর সামনে কুমার নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন কতিপয় লোকেরা। ফলে আমার ব্যক্তিগত জায়গা-জমি নদীতে ভেঙে পড়তে পারে এমন আশংকায় অবৈধ বালু উত্তোলন কাজে বাঁধা দেই।

এতে ওই কুচক্রী মহল আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সাংবাদিকদের কাছে ভূল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূন্ন মিথ্যা ও ভিত্তিহীন।

এই বিভাগের আরও খবর