,

নারায়ণগঞ্জে চার বখাটে আটক

ফাইল ফটো

নারায়নগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ভূঁইয়ারবাগে বিদ্যানিকেতন হাই স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে চার বখাটেকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো অনিক, লোকনাথ, মুন্না ও সাইদুল। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা জানান, স্কুলে যাতায়াতের সময় কিছু বখাটে প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করত। অভিভাবক ও শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে ফতুল্লা থানা পুলিশ আজ (মঙ্গলবার) বিকেলে অভিযান চালিয়ে এসব বখাটেকে আটক করে।

ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের বলেন, বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর