-
- দেশজুড়ে, ময়মনসিংহ
- জামালপুর-১ : জাপা প্রার্থীকে হত্যার হুমকি
জামালপুর-১ : জাপা প্রার্থীকে হত্যার হুমকি
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় December, 27, 2023, 8:42 pm
জেলা প্রতিনিধি, জামালপুর: হত্যার হুমকির অভিযোগ তুলেছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী এস এম আবু সায়েম। তার নিজস্ব ফেসবুক আইডিতে পোষ্ট দিয়ে এ অভিযোগ তোলেন তিনি।
তার অভিযোগের তীর সরাসরি আওয়ামী লীগের ৭/৮ জন নেতাকর্মীর দিকে। ২৬ ডিসেম্বর দিবাগত মধ্য রাতে বিষয়টি সোসাল মিডিয়ায় পোস্ট করেন জাতীয় পার্টির এমপি প্রার্থী এস এম আবু সায়েম।
এস এম আবু সায়েম বিষয়টি বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বীকে অবগত করেছেন।
জানা যায়, ২৬ ডিসেম্বর গণসংযোগ ও নির্বাচনী অফিস নিয়ে আওয়ামী লীগ সমর্থক ও জাপা সমর্থক কতিপয় নেতা কর্মীর মধ্যে কথা কাটাকাটি ঝগড়া বিবাদ হয়। ওই সময় আবু সাইদ নামে জনৈক আওয়ামী লীগ নেতার সর্মথকরা প্রকাশ্যে জাপা প্রার্থী এসএম আবু সায়েমের বিষয়ে নানা অশালীন কথাবার্তা বলেন। বিষয়টি আবু সায়েমের লোকজন প্রতিবাদ করলে আবু সাইদ প্রকাশ্যে জাপা প্রার্থী এস এম আবু সায়েমকে পিটিয়ে হত্যা করার হুমকি দেন বলে জাপা প্রার্থী এসএম আবু সায়েম জানান।
পরে জাপার এমপি প্রার্থী এস এম আবু সায়েম বিষয়টি বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বীকে অবহিত করেন। তবে থানায় কোনো জিডি বা লিখিত অভিযোগ করেননি তিনি।
এ ব্যাপারে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার জানান, ‘ঘটনা ডাহা মিথ্যা। জাপার প্রার্থীর লোকজন পায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করার চেষ্ঠা করছে।
তার লোকজন আমাদের প্রার্থীর সামনেই নানা অশালিন কথা বলাবলি করেছে। আমরা ঝগড়া এরিয়ে চলার জন্য জাপা প্রার্থী সায়েমের নিজ গ্রাম রবিয়ারচর থেকে আওয়ামী লীগের নির্বাচনী অফিস প্রত্যাহার করে নিয়েছি। কারণ আমাদের দলের লোকজন শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাসী।
বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাচনী আচরণ বিধি ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী জানান, লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মৌখিক অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related
এই বিভাগের আরও খবর