,

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন ‘লিয়াকত সিকদার’

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি লিয়াকত সিকদার।

শনিবার (১৪ অক্টোবর) উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়বাগ,মালা, তিতুরকান্দি, কৃষ্ণপুর এবংসদর ইউনিয়ন ব্রাহ্মণ জাটিগ্রাম ও বিদ্যাধর গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে অসহায় মানুষের সাথে দেখা করে আর্থিক সহযোগিতা করেন তিনি।

লিয়াকত সিকদার বলেন, ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। আমি ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেছি। আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করেছি। আশা করি এলাকার বিত্তশালীসহ সমাজের সুহৃত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন। শুধু ঘূর্ণিঝড় নয়, যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে।

এ সময় আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ তাহিদুুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা, টগরবন্দ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়া আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ্দৌলা রানা মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক তৈকির আহম্মেদ ডালিমসহ আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন

উল্লেখ্য, গত ৫ অক্টোবর উপজেলার ছয়টি গ্রামের ওপর ভয়াবহ টর্নেডো আঘাত হানে। এতে শত শত ঘরবাড়ি ভেঙে যায়, হাজার গাছ উপড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত অনেকেই খোলা আকাশের নিচে ও আশপাশে বাড়িতে স্থান নেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

-মো. ইকবাল হোসেন

এই বিভাগের আরও খবর