গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রায়গঞ্জ বাজারে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অপরদিকে আওয়ামী লীগ অফিসেও হামলা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে।
ডৌহাখলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও নির্বাচনী কমিটির সমন্বয়ক মো. ফজর আলী জানান, গত রাতে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন গণসংযোগ করার কথা ছিল। তিনি নির্বাচনী প্রচারণায় আসছেন খবর শোনেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার রাতে হামলা চালায়। এ সময় তারা অফিসের চেয়ার, টেবিল, দেশনেত্রী খালেদা জিয়ার ছবি, নির্বাচনী ফেস্টুন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
অপরদিকে বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেন ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল হক সরকার।
তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিস ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মুক্তি জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে। কোন্দলে বহিঃপ্রকাশ ঘটেছে নিজেদের নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের মধ্য দিয়ে।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ভাঙচুরের ঘটনায় কোনোপক্ষই লিখিত অভিযোগ দেয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন তাদের অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।