,

গোপালগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ১

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে নুর ইসলাম মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার হরিদাসপুর ফেরিঘাটে এলাকায় মনোরমা রাইস মিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম মোল্লা সদর উপজেলার হরিদাসপুর পূর্বপাড়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ জানিয়েছেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মনোরমা রাইস মিলে হঠাৎ করেই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বয়লারের পাশে থাকা ওয়ালসেড টিনের ঘর ও ঘুমান্ত নুর ইসলাম মোল্লা বিস্ফোরিত বয়লারের সঙ্গে কমপক্ষে ৮০ ফুট দুরে গিয়ে পড়ে। এ সময় তার শরীর থেকে মাংস ছিন্ন-বিছিন্ন হয়ে ঘটনা স্থলে নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর