,

কোটালীপাড়ায় চেক জালিয়াতি মামলায় ব্যবসায়ী গ্রেফতার

ফাইল ফটো

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চেক জালিয়াতি মামলায় আজিবর দাড়িয়া (৫৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজিবর দাড়িয়া উপজেলার মাঝবাড়ি গ্রামের মৃত ধোনাউল্লাহ দাড়িয়ার ছেলে।

শুক্রবার রাতে কোটালীপাড়া থানা পুলিশ মাঝবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে আজিবর দাড়িয়াকে গ্রেপ্তার করে আজ শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করেছে।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, চেক জালিয়াতি মামলায় আজিবর দাড়িয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও সে এলাকায় অবৈধ সুদ ব্যবসাসহ নানা অপকর্মের সাথে জড়িত। আজিবর দাড়িয়ার মতো এলাকায় একটি অবৈধ সুদের ব্যবসার চক্র রয়েছে। আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই চক্রটিকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রাখবো।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে বাদল দে নামে ঘাঘর বাজারের এক ব্যবসায়ীকে অবৈধ সুদ ব্যবসার অপরাধে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরণ করেন।

এই বিভাগের আরও খবর