কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: ‘পরিচ্ছন্ন কোটালীপাড়া গড়ি, সুস্থ থাকি-ভালো থাকি’- এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার বাংলাদেশ স্কাউট কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট টিমের অংশগ্রহণে দিনব্যাপী এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, কমলকুড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, শিক্ষক হাবিবুর রহমান মুকুল, বদিউজ্জামান, দেবাশীষ বিশারদ উপস্থিত ছিলেন।
অভিযানে অংশগ্রহণকারী স্কাউট সদস্যরা উপজেলা সদরের বিভিন্ন অফিসের সামন সড়কের দুই পাশ ও নিজ নিজ বিদ্যালয়ের আঙিনার ময়লা-আবর্জনা পরিষ্কার করে।