,

কাশিয়ানী প্রেসক্লাবে তালা দিলেন বিক্ষুব্ধ সাংবাদিকরা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী প্রেসক্লাবে দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতি এবং একটি বিশেষ মহলের একক নিয়ন্ত্রণের প্রতিবাদে প্রেসক্লাব কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন উপজেলার কর্মরত বিক্ষুব্ধ সাংবাদিকরা।

আজ রোববার (৫ অক্টোবর) দুপুরে এ প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষুব্ধ সাংবাদিকরা প্রেসক্লাব কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে দরজায় তালা লাগিয়ে দেন।

বিক্ষুব্ধ সাংবাদিকদের অভিযোগ, দীর্ঘ ২৮ বছর ধরে একটি বিশেষ মহল কাশিয়ানী প্রেসক্লাবকে এককভাবে নিয়ন্ত্রণ করে আসছে। ভোটের মাধ্যমে নির্বাচন, নিয়মত মাসিক সভা এবং নির্দিষ্ট ব্যক্তির বাইরে কারও সদস্য হওয়ার সুযোগ নেই। ফলে ক্লাবটি কতিপয় ব্যক্তির কাছে জিম্মি হয়ে আছে।

সাংবাদিকদের দাবি, কাশিয়ানী প্রেসক্লাব উপজেলার সকল সাংবাদিকদের সংগঠন হলেও কিছু সুবিধাভোগী নিজেদের ব্যক্তিস্বার্থে এটি ব্যবহার করছেন। ফলে মূলধারার সাংবাদিকরা প্রেসক্লাবের সুযোগ-সুবিধা ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের ডাকের মো. ফায়েকুজ্জামান, ভোরের কাগজের শহীদুল আলম মুন্না, ইত্তেফাকের শেখ আহাদুল হাসান, যুগান্তরের লিয়াকত হোসেন লিংকন, প্রতিদিনের সংবাদের এম এ জামান, আমার দেশের সোহান সরদার, স্বদেশ প্রতিদিনের নুর ইসলাম শেখ, বাংলা টিভির জাহিদুল ইসলাম, আলোড়নের সৈয়দ রাজিব হোসেন, রানারের লিটন সরদারসহ অনেকে।

উপস্থিত সাংবাদিকরা একক আধিপত্যের অবসান ঘটাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া দ্রæত একটি নিরপেক্ষ নির্বাচন, নতুন কমিটি গঠন এবং গঠনতন্ত্র অনুযায়ী প্রেসক্লাব পরিচালনার দাবি জানান।

স্থানীয় প্রশাসন দ্রæত এ বিষয়ে দৃষ্টি দেবে এবং গণমাধ্যমকর্মীরা যাতে একটি প্লাটফর্মে কাজ করতে পারেন সে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী বিক্ষুব্ধ সাংবাদিকরা।

এই বিভাগের আরও খবর