কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কাশিয়ানী উপজেলা শাখার আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) দিনব্যাপী উপজেলার পোনা জামিয়া কাসেমিয়া আরাবিয়া মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এনডিসি (অতিরিক্ত সচিব) ড. মো. আমিনুর রহমান।
আলহাজ¦ মুনশী ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি মুহাম্মাদ ফিরোজ আলম, বিশিষ্ট সমাজসেবক মো. ফায়েক উজ জামান, শেখ শাহীনুল ইসলাম (স্বাধীন), সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, কাশিয়ানী সাংবাদিক পরিষদের সভাপতি মো. ফায়েকুজ্জামান।
এছাড়া হাফেজ মুহা. আবু মুসা, মুফতি মোস্তফা কাসেম, মুফতি শিহাবউদ্দিন কাসেমী, হাফেজ আনিসুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমান, মুফতি ইউসুফ হুসাইন, মাওলানা আসিুর রহমান, হাফেজ গাউসুল ইসলাম, হাফেজ হাফিজুর রহমানসহ অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগিতায় কাশিয়ানী উপজেলার ২৫টি মাদ্রাসার ১৮৬ জন শিক্ষার্থী বয়স ভিত্তিক ৬টি গ্রুপে অংশ নেয়।