জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টান সার্ভিস সোসাইটির (সিএসএস) বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সিএসএস মাইক্রোফাইনান্স প্রোগ্রাম ও রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী এ সেবা কার্যক্রম চলে।
রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ডা. এস এম মফিদুল হকের তত্ত¡াবধানে দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ সময় সিএসএসের গোপালগঞ্জ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. অমিত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য মফিজুল হক চৌধুরী বিপ্লব, শিক্ষক সজল কান্তি বিশ্বাস, ইউপি সদস্য আমিরুল আলম কোটন, আজিবর মোল্যা, রামদিয়া শাখা ব্যবস্থাপক কার্ত্তিক চন্দ্র সরকার, দৈনিক যুগান্তরের সাংবাদিক লিয়াকত হোসেন লিংকন, মো. ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
-লিয়াকত হোসেন লিংকন