জেলা প্রতিনিধি, গাজীপুর: বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টান সার্ভিস সোসাইটির (সিএসএস) স্থাপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে গাজীপুরের কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে) সিএসএস মাইক্রোফাইনান্স প্রোগ্রাম, ঢাকা উত্তর জোনের আয়োজনে উপজেলার মনিপুর শাখায় এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া সাফা মারওয়া হাসপাতালের চিকিৎসক ডা. বনশ্রী বণিকের তত্ত্বাবধানে দেড় শতাধিক দরিদ্র রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
এ সময় সিএসএসের কাপাসিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, মনিপুর শাখা ব্যবস্থাপক মো. সেলিমুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মো. আল মামুন মৃধা, হিসাবরক্ষণ নয়ন শেখ, মাঠকর্মী জুয়েল হোসেন, মাসুদ রানা, ভাগ্য মন্ডল, আরমান হোসেন, সীমা রানী মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক মো. সেলিমুজ্জামান বলেন, ‘সিএসএস সবসময় সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠির পাশে থাকার চেষ্টা করে। তারই অংশ হিসেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। গ্রামের দরিদ্র মানুষ, যারা নানা ধরণের শারীরিক সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। আমরা চাই তারা যেন বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারেন। আমাদের উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও আমরা এ ধরণের সেবা কার্যক্রম চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।