জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় জুঁই সমাদ্দার (১৫) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।
স্কুল ছাত্রী জুঁই সমাদ্দার রামশীল গ্রামের অসীম সমাদ্দারের মেয়ে। সে পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।
জানা গেছে, শুক্রবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরে জুঁই সমাদ্দার স্কুলে গিয়ে জানতে পারে সে ফেল করেছে। ফেলের খবর জানার পর জুঁই সমাদ্দার বাড়িতে গিয়ে বিষপান করে। এরপর পরিবারের লোকজন জুঁই সমাদ্দারকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনোজ কুমার মজুমদার বলেন, ‘জুঁই শুধুমাত্র গনিতে ফেল করেছে। সে ফেল করার মতো ছাত্রী ছিল না। টেস্ট পরীক্ষায় জুঁই সমাদ্দার ভালো রেজাল্ট করেছিল। হয়তোবা সেই কষ্টে সে আত্মহত্যা করেছে।’
কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান স্কুল ছাত্রী জুঁই সমাদ্দারের আত্মহত্যার কথা স্বীকার করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।’