,

আমেরিকান প্রবাসীর বাড়িতে ডাকাতি

জেলা প্রতিনিধি, গাজীপুর: কাপাসিয়ায় আমেরিকান প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার রাত ৮টায় এমন দুর্ঘটনা ঘটে।

উপজেলা চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আমেরিকান প্রবাসী সবুজ মাহমুদের বাড়িতে ঘটেছে এ ডাকাতির ঘটনা।

জানাযায়, আমেরিকান প্রবাসী সবুজ মাহমুদের বাড়িতে শুক্রবার রাত ৮টায় পিস্তলসহ ৭ থেকে ৮  জনের একটি দল বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ২৫ ভরি, ইউএস ডলার ৫০০ এবং নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়।

ডাকাদের প্রত্যেকের হাতে ছিল অস্ত্র এবং তাদের মুখ ছিল কালো কাপড়ে বাঁধা। ডাকাতরা বাসায় ঢুকে গৃহবধূ সুমি আক্তার, শাশুড়ী সাজেদা ও ভাসুর দিদার হোসেনকে পিস্তল মাথায় ঠেকিয়ে

রাত ৮ থেকে সাড়ে ৯টার মধ্যে মালামাল লুট করে বাসায় তালা লাগিয়ে চলে যায়। ৯৯৯ ফোন দেওয়ার পর কাপাসিয়া থানার এসআই নাহিদ হাসান খানের নেতৃত্ব একটি পুলিশ টিম গেইটের তালা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করেছেন।

কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ হাসান খান বলেন, প্রাথমিক ভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর


Antalya korsan taksiAntalya korsan taksi