যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে বলেছেন, সৌদি সাংবাদিক খাশোগি মারা গেছেন বলেই মনে হচ্ছে। অচিরেই আমরা কাশোগির ঘটনার অতলে পৌঁছে যাব। বৃহস্পতিবার মন্টানায় একটি রাজনৈতিক সমাবেশে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
‘খাশোগি সম্ভবত মারাই গেছেন’ মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘আমার কাছে এমনটিই মনে হয়েছে। এটি দুঃখজনক।’
খাশোগির ঘটনার পর তার পরিণতি নিয়ে এটিই ট্রাম্পের প্রথম বক্তব্য।
এদিন দ্য নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বিভিন্ন সূত্র থেকে পাওয়া গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে খাশোগি বেঁচে নেই বলে স্বীকার করেন। তবে খাশোগি হত্যার শিকার হয়েছেন- এমনটি না বলে ‘মারা গেছেন’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওই সাক্ষাৎকারে ট্রাম্প গোয়েন্দা প্রতিবেদনগুলোতে আস্থা আছে বলে জানিয়েছেন। এসব প্রতিবেদনে খাশোগি হত্যায় সৌদি আরবের উচ্চ-পর্যায়ের ভূমিকা থাকতে পারে জানানো হয়েছে। তবে এর ভিত্তিতে এখনই কোনো উপসংহার টানতে চান না বলে জানান ট্রাম্প।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি আরব সফর শেষে ফিরে ট্রাম্পকে এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানান। এর কয়েকঘণ্টা পরই খাশোগিকে নিয়ে ওই মন্তব্য করেন ট্রাম্প। একইরসঙ্গে ফের সৌদি আরবকে কড়া শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি। তবে ঘটনার আদ্যপান্ত এখনো জানতে চান বলেও জানান ট্রাম্প।