কাশিয়ানী প্রতিনিধি: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবর পাওয়ার পর থেকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে পেট্রোল পাম্প বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ মন্তব্য করতে রাজি হননি।
শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যার পর থেকে উপজেলার ভাটিয়াপাড়ার সালেহা ফিলিং স্টেশন, পিংগলিয়ার এনার্জি পার্ক ফিলিং স্টেশন ও ঘোনাপাড়ার মাজেদা ফিলিং স্টেশন এমন চিত্র দেখা গেছে।
এছাড়া হিরণ্যকান্দী এলাকায় একটি পেট্রোল পাম্পও বন্ধ রাখতে দেখা গেছে।