,

অবশেষে মামলা করল সেই হিন্দু পরিবার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোণার বারহাট্টায় তুচ্ছ কারণে এক হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে আসামি করে অবশেষে মামলা করা হয়েছে।

প্রথমে প্রতিপক্ষের ভয়ে মামলা করতে না চাইলেও শনিবার রাতে পরিবারটি থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগটি তাৎক্ষণিক মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ।

মামলার আসামিরা হলেন বকুল মিয়া, তার তিন ছেলে রিপন মিয়া, টিটু মিয়া, ইকবাল মিয়া ও বকুলের স্ত্রী রোকেয়া আক্তার।

বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর রাতেই পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়েছে। তবে কোনো আসামিকে বাড়িতে পাওয়া যায়নি।’

শুক্রবার বিকেলে বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামে হিন্দু পরিবারটির ওপর হামলায় আহত হন মানিক সেন, অমল সেন ও মানিকের স্ত্রী সেতু রানী সেন। তারা নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মানিক সেনের ছোট ভাই শ্যামল সেন জানান, শনিবার রাত ৯টার দিকে তারা থানায় গিয়ে অভিযোগ জমা দেন। পরে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। তাদের কাকা সুধীর সেন মামলার বাদী হয়েছেন।

অন্যদিকে বকুল মিয়ার লোকজন পাল্টা অভিযোগ সাজিয়ে মিথ্যা মামলা করার পাঁয়তারা করছেন বলেও অভিযোগ করেছেন সহিংসতার শিকার পরিবারটির সদস্যরা।

শ্যামল, মানিক ও সুধীর বলেন, ‘বকুল মিয়া ও তাদের লোকজন শনিবার রাতে নিজেরাই নিজেদের দু-একটি ঘর ভাঙচুর করেন। পরে প্রচার করেন আমাদের লোকজন তা ভাঙচুর করেছে। অথচ আমাদের বৃদ্ধ বাবা-মা ছাড়া বাড়িতে কেউ উপস্থিত নেই। তারা এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমেও অপপ্রচার চালাচ্ছেন।’

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই নবী হোসেন বলেন, ‘আমি পুলিশের টিম নিয়ে শনিবার রাতে ওই গ্রামে অভিযান পরিচালনা করেছি। কিন্তু আসামিদের পাওয়া যায়নি। আমাদের অভিযান অব্যাহত আছে।’

পরিবারটির বিরুদ্ধে হামলাকারীদের মিথ্যা অভিযোগ সাজানোর ব্যাপারে কিছু জানেন না বলেও জানান এসআই নবী হোসেন।

বারহাট্টা উপজেলার ইউএনও এসএম মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি জানার পর শনিবার রাতে আমি গিয়ে খোঁজখবর নিয়েছি। আহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছি। ছোটদের মধ্যে ঝগড়ার জেরে এ হামলা চালানো হয়েছে। কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আমি বলে এসেছি, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আইনি প্রক্রিয়ায় যে ধরনের সহযোগিতা দরকার তা আমরা দেব।’

তিনি আসামিদের ধরতে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন বলে জানান।

শুক্রবার সকালে বাঘমারা গ্রামের বকুল মিয়ার ভাগনে বিল্লাল মিয়া শিশুদের মধ্যে ঝগড়ার জেরে অমল সেনের ৮ বছরের মেয়ে হিয়া সেনকে চড় মারেন। পরে অমল তার মেয়েকে চড় দেয়ার কারণ জানতে চাইলে বিল্লালের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জেরে শুক্রবার বিকেলে বকুল ও তার তিন ছেলে রিপন, টিটু, ইকবালসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিবারটির ওপর হামলা চালায়।

এই বিভাগের আরও খবর