,

বঙ্গবন্ধুর সমাধিতে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সহ ৭৫’র ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন ।

এ সময় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের কার্য নির্বাহী কমিটির সদস্য নূরে জান্নাত আক্তার সীমা, ঢাকাস্থ মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি আরিফ সোহেল, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, সহ-সভাপতি রাশেদ আহমেদ সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

এরআগে সাংবাদিক নেতৃবৃন্দ স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেন।

পরে তারা গোপালগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।

এই বিভাগের আরও খবর