,

মামার বিয়েতে গিয়ে নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু

উম্মে আমিমা আক্তার ওরফে জুয়েনা (১৮)

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলায় মামার বিয়ে উপলক্ষে বেড়াতে গিয়েছিলেন কলেজছাত্রী উম্মে আমিমা আক্তার ওরফে জুয়েনা (১৮)। এই বেড়াতে যাওয়াই যেনো কাল হলো জুয়েনার জন্য। উপজেলার এক বিলে নৌকায় ঘুরতে গিয়ে ডুবে মারা যান তিনি।

গতকাল শনিবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার যশোদল বিলে এ দুর্ঘটনা ঘটে।

মৃত উম্মে আমিমা জেলা শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং শহরের হয়বতনগর এলাকার মো. হোসেনের মেয়ে।

স্বজনরা জানান, জুয়েনা স্বজনদের সাথে সদর উপজেলার যশোদল বড়খালপাড় এলাকায় তার মামার বিয়েতে গিয়েছিলেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে পাশের যশোদল বিলে আট সহপাঠীর সাথে নৌকা নিয়ে বেড়াতে যান তিনি। নৌকাটি অনেক দূরে যাওয়ার পর নৌকার তলায় ছিদ্র দিয়ে দ্রুত সেটিতে পানি উঠতে শুরু করে।

তীরে ফেরার আগেই নৌকাটি পানিতে তলিয়ে যায়। ততক্ষণে অন্য সহপাঠীরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাঁতার না জানায় জুয়েনা পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১১টার দিকে এলাকার বাসিন্দারা তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে এ ঘটনায় জুয়েনার বান্ধবী লিন্ডা আহত হন। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে স্বজনেরা জানিয়েছেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

এই বিভাগের আরও খবর