কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টান সার্ভিস সোসাইটির (সিএসএস) প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) সিএসএস মাইক্রোফাইনান্স প্রোগ্রাম জোনের আয়োজনে রামদিয়া সিএসএস কার্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্প পরিচালিত হয়।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আমিনুর রহমানের তত্ত¡াবধানে দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। পরে এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
এ সময় সিএসএসের গোপালগঞ্জ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. আবুল কালাম আজাদ, অডিট অফিসার মো. মনিরুল ইসলাম, গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক আল মাসুদ শেখ ও বন্দে আলী লস্কর, রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাবুল আক্তার, এসআই শহীদুল ইসলাম, রামদিয়া শাখা ব্যবস্থাপক কার্ত্তিক চন্দ্র সরকার, দৈনিক যুগান্তরের কাশিয়ানী প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, মো. বিপ্লব চৌধুরী উপস্থিত ছিলেন।
-লিয়াকত হোসেন লিংকন