জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে হত্যা মামলায় এক আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত। খালাস দেয়া হয়েছে ২৩ জনকে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. শহিদুজ্জামান খান পিটু বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত আসামির নাম মো. চান মিয়া ওরফে চান্দু মিয়া। বর্তমানে তিনি পলাতক।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ১৬ মে প্রতিবেশী ইসমাইল মোল্লার স্ত্রীর কুলখানী শেষে বাড়ি ফেরার পথে তিতাগ্রামের কামাল হোসেনকে কুপিয়ে জখম করেন চান মিয়া ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১৮ মে নিহতের বাবা শাহাদাৎ ফকির ২৮ জনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা করেন।
কাশিয়ানী থানা পুলিশ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পর বাদী অসন্তোষ জানালে আদালত পিবিআইকে পুনরায় তদন্তের দায়িত্ব দেয়। দীর্ঘ তদন্তের পর ২৪ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দেয় পিবিআই।
দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার চান্দু মিয়াকে ফাঁসির আদেশ দেন বিচারক। হত্যায় সংশ্লিষ্টতা না পাওয়া খালাস দেয়া হয় বাকিদের।
পিপি শহিদুজ্জামান বলেন, ‘রায়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। বাদীর সঙ্গে কথা বলে আমরা উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেব।’