,

কাশিয়ানীতে পাউবোর ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত

কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফরিদপুরের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মে) বিকালে উপজেলার ভাদুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য়পর্যায়)’র আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের কারিগরি সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদুলিয়া খাল পানি ব্যবস্থা দলের সভাপতি মো. তৈয়েবুর রহমান দুলাল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস, এম মনিরুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জীবন ঘোষ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুরুলিয়া-চরভাটপাড়া উপ-প্রকল্পের সমন্বয়কারী মো. ইকবাল হাবীব হোমার, পানি ব্যবস্থাপনা দলের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী, সাংবাদিক নিজামুল আলম মোরাদ প্রমুখ।

পরে কৃষক-কৃষাণীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্রি-ধান ৮৯ একটি উচ্চ ফলনশীল জাত। যা ব্রি-ধান ২৯ এর বিকল্প হিসেবে বের হয়েছে। এ ধানের জীবনকাল ব্রি-ধানের চেয়ে কম এবং ফলন বেশি হয়। এছাড়া এ ধানের রোগবালাইও কম হয়। উৎপাদন হেক্টর প্রতি ফলন প্রায় ৯.৭ টন। চালের আকৃতি মাঝারি চিকন। রান্নার পর ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদ হয়।

এই বিভাগের আরও খবর