,

আলফাডাঙ্গায় ‘জমি নিয়ে’ সংঘর্ষে আহত ১৩

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে পৌরসভার হিদাডাংগা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পক্ষের আহত মোতাহার মুন্সী, সরোয়ার মুন্সী, দিদার মুন্সী, লাকি বেগম, তানজিলা বেগম ও বিলকিস বেগমকে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যপক্ষের আহত হেদায়েত মুন্সী, দেলোয়ার মুন্সী, জিয়া মুন্সী, শাহজাহান, রেখা, আজিম হামজা ও বেগম ইরানি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুবিজ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হিদাডাংগা গ্রামে মুজিবর মুন্সী ওরফে মান্দার মুন্সীর সাথে তার আপন ছোট ভাই মোতাহার মুন্সী ওরফে আখের মুন্সীর অনেক দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

মঙ্গলবার বিকেলে আখের মুন্সীর পক্ষের দাবিকৃত জমিতে মান্দার মুন্সীর লোকজন মাটি ভরাট করতে গেলে আখের মুন্সীর লোকজন বাধা দেয়। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে দু’পক্ষে সংঘর্ষ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, লিখিত অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর