,

গফরগাঁওয়ে মৌমাছির কামড়ে মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে চাক ভেঙে মধু সংগ্রহ করতে গিয়ে মৌমাছির কামড়ে আব্দুর রশিদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

উপজেলার সালটিয়া ইউনিয়নের জালেশ্বর গ্রামে রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদের বয়স ৫৫। তিনি এলাকায় শ্রমিক হিসেবে কাজ করার পাশাপাশি মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ঢালী।

নিহতের পরিবারের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, নিহত আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে শ্রমিক হিসাবে এলাকায় লোকজনের গাছের নারিকেল-সুপারি পেড়ে দেয়া, গাছ কাটা, কারো মৃত্যু হলে কবর খোঁড়া ছাড়াও মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতো। রোববার রাত ১১টার দিকে একই গ্রামের মরহুম আব্দুল হাই ঢালী মেম্বারের বাড়ির কাছে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি।

চেয়ারম্যান বলেন, ‘গাছের চূড়ায় ওঠে মৌমাছি তাড়িয়ে মধু সংগ্রহ করার সময় শত শত মৌমাছি তাকে কামড়াতে থাকে। কামড় সহ্য করতে না পেরে দ্রুত গাছ থেকে নেমে আসেন তিনি। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর