জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: জমির বিরোধে ভাগ্নের ছুরিকাঘাতে খুন হয়েছেন মামা আবু রায়হান আফজল। অভিযুক্ত ভাগ্নে মহসিন হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃহস্পতিবার বিকেলে এ খুনের ঘটনা ঘটে।
নিহত ৩২ বছর বয়সী আবু রায়হান পোড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক। তিনি নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
এলাকার লোকজন জানান, অভিযুক্ত মহসিন নিহতের ভাগ্নে। তিনি ঘটনার পর থেকে পলাতক। মহসিন সদর উপজেলার মুকসেদপুর এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে। মাকে নিয়ে মহসিন মামার বাড়িতেই থাকতেন। সেখানেই ঘটে ছুরিকাঘাতের ঘটনা।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অ. দা.) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, মামার বাড়িতে থাকলেও জমি নিয়ে মহসিনের বিরোধ চলছিল মামার সঙ্গে। দুই মাস আগেও মহসিন হামলা করলে প্রাণে বেঁচে যান রায়হান। বৃহস্পতিবার বিকেলে কথা-কাটাকাটির একপর্যায়ে মহসিন তার মামা আবু রায়হানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্ত মহসিনকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’