কাশিয়ানী প্রতিনিধি: করোনা মহামারির কারণে গোপালগঞ্জের কাশিয়ানীতে ক্ষতিগ্রস্থ ৪৭ পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) উপজেলার তিলছড়া সৈয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শিকদার নুর মোহাম্মাদ (দুলু), কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রেড ক্রিসেন্ট সদস্য বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সদস্য শেখ মো. রফিকুল ইসলাম মিটু, আকবার আলী মোল্যা, পোস্ট অফিস পরিদর্শক আশিকুর রহমান, পোস্টাল অপারেটর মো. মনিরুজ্জামান প্রমুখ।
এ সময় ক্ষতিগ্রস্থ ৪৭ পরিবারের ৩৩ জনকে ৪ হাজার ৫শ’ ও ১৪ জনকে ২ হাজার ৫শ’ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।