,

বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতিপ্রাপ্ত ৫১ অতিরিক্ত সচীবের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিসিএস ১৫ তম ব্যাচের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৫১ অতিরিক্ত সচিব।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

পরে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় ১৫তম বিসিএস ব্যাচের সভাপতি শফিউল আজিম, কোষাধ্যক্ষ হাসনাত হুমায়ুন কবির, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) দেদারুল ইসলামসহ বিসিএস ব্যাচের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

-সজল সরকার

এই বিভাগের আরও খবর