নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দাফন হবে আজ। রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শনিবার সকালে সাবেক এই প্রধান বিচারপতির মৃত্যুর পর এ তথ্য জানান তার জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহাদুজ্জামান।
তিনি জানান, গ্রামের বাড়ি নেত্রকোনায় প্রথম জানাজা হবে। এরপর সুপ্রিম কোর্টে হবে দ্বিতীয় জানাজা। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) মারা যান সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি জানান।
১৯৯০ সালের ১৪ জানুয়ারি থেকে ১৯৯৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন সাহাবুদ্দীন আহমদ। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে রাষ্ট্রপতি করা হয়।
১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনার কেন্দুয়া থানার পেমল গ্রামে জন্মগ্রহণ করেন সাহাবুদ্দীন আহমদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে অর্থনীতিতে স্নাতক করেন। এরপর ১৯৫২ সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম এ ডিগ্রি লাভ করেন।
তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম কর্ম জীবন শুরু করেন। এরপর প্রশাসক হিসেবে গোপালগঞ্জ ও নাটোর মহকুমায় চাকরি করেন। পরে ১৯৬০ সালে বিচার বিভাগে বদলি হন। তিনি ঢাকা ও বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং পরে কুমিল্লা এবং চট্টগ্রামে জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬৭ সালে সাহাবুদ্দীন আহমদ হাইকোর্টের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি হাইকোর্টের বিচারপতি হন। পরে ১৯৮১ সালের ১৬ এপ্রিল নিয়োগ পান আপিল বিভাগের বিচারপতি হিসেবে।